কুমিল্লায় নতুন প্রকল্প নিয়ে ডিসির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৫১
ছবি : বাসস

কুমিল্লা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতসহিষ্ণু জলধারার খনন ও সংরক্ষণ প্রকল্প’ সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা করা হয়েছে। 

আজ রোববার বিকেল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, স্থপতি তানভীর আহমেদ। আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, এবি পার্টির জেলার আহ্বায়ক গোলাম সামদানি, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

প্রকল্প সম্পর্কে অবহিতকরণের অংশ হিসেবে সভাপতির বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী কুমিল্লা শহরে ৮০০ এর মতো পুকুর ছিল, যা বর্তমানে ২০০ এর নিচে। অনুসন্ধানে দেখা যায় বিগত ২৩ বছরে শহরের অনেক পুকুর জলাধার ভরাট করে অবকাঠামো নির্মাণ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হয়েছে। নগরবাসী বিশেষ করে শিশুদের জন্য পার্ক করাকে মাথায় রেখে পতিত ভূমিতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের ছোটরা এলাকায় বন্ধ হওয়া পুরাতন বোটানিকেল গার্ডেন, চিড়িয়াখানাসহ মোট ১৯ একর খাশ জমি পতিত পরে আছে। সেই বিবেচনায় সিটি করপোরেশনের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে সে পতিত ভূমিতে পার্ক, লেকসহ কিছু বিনোদনমূলক রাইড স্থাপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

তিনি জানান, প্রকল্পের মধ্যে পয়ঃনিস্কাশনের জন্য খালের ব্যবস্থা থাকবে। ঝিলের আদলে পদ্ম পুকুর থাকবে, যেখানে নানা ধরনের পদ্ম থাকবে। বিলুপ্ত প্রজাতির গাছ রোপণ করা হবে। ১৪০ ফুট উঁচু ফেরিস হুইল থাকবে। লেকের মাঝে দুটো ঝুলন্ত ব্রিজ থাকবে। খেলার মাঠ থাকবে। ৩ কিলোমিটার ওয়াকওয়ে থাকবে। এছাড়া ৪ শত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

জেলা প্রশাসক জানান, প্রকল্পের ফান্ড নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি টাকা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১০ কোটি টাকা পরিবেশবান্ধব সহায়তা। সিটি করপোরেশন থেকে সাড়ে ২২ কোটি টাকা বরাদ্দ ও জেলা পরিষদ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ড্রেনসহ খাল খননের কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি
মেধা ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড: রিজভী
নরসিংদীর পাঁচ গুণী শিক্ষক পেলেন সম্মাননা
খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে মাদক জব্দ, কারবারি আটক
অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরী করায় জরিমানা
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি
দোহা হামলায় টার্গেট হওয়ার পর প্রথমবার টেলিভিশনে হাজির হামাসের আলোচক
জাল টাকায় মোবাইল কেনায় চট্টগ্রামে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ : প্রধান উপদেষ্টা 
১০