নেত্রকোণা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলা পৌরশহরের সড়কের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় জেলা প্রশাসক নিজ নিজ দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখল ও অবৈধ পার্কিংমুক্ত রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন এবং সতর্ক করেন।
জেলা প্রশাসক জানান," ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে।"
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ।
উল্লেখ্য, জেলা শহরের বেশিরভাগ ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা, বাণিজ্য করে আসছিল একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট শুধুমাত্র ফুটপাত দখল করেই ক্ষান্ত হয়নি বরং জেলা শহরের প্রতিটি বিদ্যালয়ের সামনে বিশেষ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক যেন একটি স্থায়ী ফলের বাজারে পরিণত করা হয়েছে।
জেলা প্রশাসক নেত্রকোণা জেলা প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করার পরপরই জেলা প্রশাসনের সকল বিভাগ ও জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলার সমস্যা সমাধানে মতবিনিময় সভায় যানজট নিরসনে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকগণ।