রাঙ্গামাটি, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফাহিম (২৫) একব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুর আড়াইটায় সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়ায় ফাহিম নামের একব্যক্তিকে একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।