সাতক্ষীরা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা-যশোর সড়কে কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫)।
আজ রোববার দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর আহত জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, কলারোয়া থেকে আসা কাঠ বোঝাই ট্রলিটি ছয়ঘরিয়া এলাকায় আসলে ট্রলির পিছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলিটি উল্টে যায়।
এসময় ট্রলিতে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে নেয়ার পথে অসীমের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে আরো জানান ওসি।