পটুয়াখালী, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালনার দায়ে চারটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেল ৩ টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট ও চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানে মায়ের দোয়া, গাজী রেস্তোরাঁ ও হোটেল বৈশাখীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ ও বৈধ কাগজপত্র না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে হোটেল আপনজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়াকাটায় পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এসব প্রতিষ্ঠান তদারকি করা হচ্ছে। ভবিষ্যতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।