ঢাবিতে যৌন হয়রানি ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক কমিটি কাজ করছে

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৭ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ এবং বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক দুটি কমিটি কাজ করছে।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘এ্যান্টি বুলিং এন্ড র‌্যাগিং কমিটি’ গঠন করা হয়েছে।

যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে নিয়মিতভাবে অবহিত করার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর অফিস থেকে ইতোমধ্যেই সকল অনুষদের ডিন, হলসমূহের প্রাধ্যক্ষ, হোস্টেলসমূহের ওয়ার্ডেন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক ও প্রক্টর বরাবর পত্র দেয়া হয়েছে।

পত্রে সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও প্রক্টর অফিসে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
বাংলাদেশে পাঁচ দিনের সফর শুরু করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দুই জোনের খেলা গোপালগঞ্জে শুরু
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
১০