কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৫২

কুমিল্লা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বজ্রপাতে দুই নারীসহ একজন অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়েছে। 

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের অপেক্ষায় ছিলেন কয়েকজন নারী ও পুরুষ। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন, নালা দক্ষিণ গ্রামের জাকিয়া বেগম (৩৫) ও মমতাজ বেগম (৩০), এবং খোদেদাউদপুর গ্রামের এক অজ্ঞাত পরিচয় (৪০) ব্যক্তি। ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) জীবন বিশ্বাস জানান, “বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে হোমনাসহ কুমিল্লার বিভিন্ন এলাকায় বজ্রপাতজনিত দুর্ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা সতর্কতা ও সচেতনতা বাড়াতে প্রশাসনের উদ্যোগ কামনা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
বাংলাদেশে পাঁচ দিনের সফর শুরু করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দুই জোনের খেলা গোপালগঞ্জে শুরু
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
১০