জাল টাকায় মোবাইল কেনায় চট্টগ্রামে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:২৬
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাল টাকা দিয়ে মোবাইল কেনার অপরাধে মহিউদ্দিন আল আজাদ প্রকাশ মহিন খান (৩১) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। এ মামলায় অপর আসামি মো. জাকির শেখ খালাস পেয়েছেন।

আজ রোববার সকালে চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

দণ্ডিত আসামি মহিউদ্দিন আল আজাদ প্রকাশ মহিন খান কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালি বকশিয়াঘোনা চমন খায়েরের বাড়ির মৃত মো. শামসুল আলমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানার ৩৭ নম্বর মুনির নগর আদর্শপাড়া আসমত আলী সারাং বাড়িতে থাকতেন। খালাসপ্রাপ্ত জাকির শেখ বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘২০২০ সালে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী যুবককে ৭৮ হাজার টাকার জাল নোট দিয়ে মোবাইল কেনেন মহিন। ওই অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি জাকির শেখকে খালাস দিয়েছেন।’

অভিযোগে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বেড়াতে আসা যুবক ফাহিম মোর্শেদ তার ব্যবহৃত মোবাইল বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্ট দেখে ২০২০ সালের ২২ ডিসেম্বর মহিন মোবাইল কিনতে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার চন্দনপুরা এলাকায় ফাহিমের বাসার নিচে আসেন। 

এসময় ৭৮টি ১০০০ টাকার নোট দিয়ে মোবাইলটি কিনে নিয়ে যায় মহিন। পরে প্রবাসী যুবকের মামা নিজাম উদ্দিন টাকাগুলো দেখে জাল নোট বলে শনাক্ত করেন। এ ঘটনার ৪ দিন পর ২৬ ডিসেম্বর নিজাম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।

ওই মামলায় পরের বছর ২০২১ সালের ২৮ জুন আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মোমিনুল হাসান। এতে মহিউদ্দিন আল আজাদ প্রকাশ মহিন খানসহ আসামি করা হয় ২ জনকে।

২০২৩ সালের ১৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এ মামলায় ৬ জন সাক্ষী দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০