খাগড়াছড়ি, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার মানিকছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার মহামুনি বাসস্ট্যান্ডের অদূরে তালতলা এলাকায় অভিনব কৌশলে (ট্রলি ব্যাগে) ১২ কেজি গাঁজা পাচারকালে মো. শরীফ হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত শরীফ হোসেন মাগরা জেলা সদরের পাতুরা গ্রামের বাচ্চু হোসেনের ছেলে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, শরীফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।