বগুড়া, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. মহসীন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, উপাধ্যক্ষ ডা. আবু হেনা মোস্তফা কামাল, জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখার সভাপতি ডা. আজফারুল হাবিব রোজ।
আরও ছিলেন বগুড়া বিএমএ শাখার সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. এস এ ওয়াহেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাদ আজাদ, ডা. মোসলেহ উদ্দিন হায়দার রাসেল, ডা. আবির হাসান দ্বীপ, ডা. আমিনুর রহমান হিরা প্রমুখ।
সভায় বক্তারা, হাসপাতালের চিকিৎসাসেবা, নিরাপত্তা ব্যবস্থাপনা, রোগী ও স্বজনদের সহযোগিতা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ তার বক্তব্যে বলেন, হাসপাতাল একটি সেবা প্রতিষ্ঠান, এখানে রোগীর নিরাপত্তা, চিকিৎসকদের কর্মপরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা রক্ষা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় উপস্থিত কর্মকর্তারা হাসপাতালের নিরাপত্তা ও জনসেবার মান উন্নয়নে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন।