উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলহাজ আলী উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আলহাজ আলী রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ধারণা করছেন, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নিহতের স্বজনরাও এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। 

রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০