উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলহাজ আলী উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আলহাজ আলী রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ধারণা করছেন, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নিহতের স্বজনরাও এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। 

রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০