উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলহাজ আলী উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আলহাজ আলী রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ধারণা করছেন, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নিহতের স্বজনরাও এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। 

রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়ানশীপের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত
চাকসু নির্বাচন: প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে কমিশনের মতবিনিময় 
চাহিদা মেটাতে সেপ্টেম্বরে ১০ কার্গো এলএনজি সংগ্রহ করেছে সরকার
১০