নড়াইলে গুণী শিক্ষকদের সম্মাননা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০৯
গুণী শিক্ষকদের সম্মাননা। ছবি : বাসস

নড়াইল, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : নড়াইলে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ এমএইচ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর এম, আব্দুর রহিম, অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ড. আলমগীর হোসাইন, মাষ্টার জাকির হোসাইন,নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: ফিরোজ কিবরিয়া,শিক্ষাবিদ বিশ্বনাথ চক্রবর্ত্তী প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মাকসুদুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় ২৮জন গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০