ভারী বর্ষণে বগুড়া শহরের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নিচু এলাকা প্লাবিত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:২৮
ছবি : বাসস

বগুড়া, ৫ অক্টোবর,  ২০২৫ (বাসস) : টানা ভারী বর্ষণে জেলা শহরের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
 
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বহু জায়গায় হাঁটু পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ জানান, সন্ধ্যার পর বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

বৃষ্টির পানিতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ কবি নজরুল ইসলাম সড়ক, শেরপুর সড়ক, সার্কিট হাউস রোড, পার্ক রোড, নওয়াববাড়ি রোড, বাদুড়তলা, খান্দার, চকযাদু ক্রস লেন, ফতেহ আলী বাজার ও গালাপট্টি এলাকার সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। নালার ময়লাযুক্ত পানি ঢুকে পড়ে অনেক দোকান ও বাসাবাড়িতে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা এখন বগুড়াবাসীর নিত্য সঙ্গী। শহরের অধিকাংশ নালা দীর্ঘদিন ধরে আবর্জনায় ভরা থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন ব্যাহত হয়। বনানী থেকে মাটিডালি পর্যন্ত প্রধান সড়কের সরু নালা প্রায় সময়ই বন্ধ হয়ে থাকে। করতোয়া নদীর দুই তীরজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও পানি বের হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বলেন, শহরের ১ হাজার কিলোমিটার সড়কের জন্য কমপক্ষে ২ হাজার কিলোমিটার নালা থাকা দরকার; কিন্তু বর্তমানে অর্ধেকও নেই। অনেক পুরনো সড়কে নালা না থাকায় জলাবদ্ধতা দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, নালা সংস্কার ও নতুন নালা নির্মাণে পৌরসভা থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের জন্য একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগও চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০