চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৩৯

চাঁপাইনবাবগঞ্জ, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ রাস্তা পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী বাসের চাপায় সেলিনা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিনা বেগম জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকার সারবান আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামতলা মোড়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিনা বেগম। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস সেলিনা বেগমকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০