কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:১২
ছবি : বাসস

পটুয়াখালী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মম্বিপাড়া নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা দিয়েছে প্রশাসন।  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রোববার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রশাসন কলাপাড়ার সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ অর্থ এবং শুকনা খাবার বিতরণ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সহকারী পরিচালক (সিপিপি) মো. আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা এইচ. আব্বাস আলী এবং লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে প্রত্যেককে ১ বান্ডিল ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ ৩,০০০ টাকা এবং ২ প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ছালাম পঞ্চায়েতের পুত্র মো. বাচ্চু মিয়া, মো. নজির আহমেদের পুত্র মো. আল আমিন এবং ফয়জ উদ্দিন মোল্লার পুত্র মো. হাবিবুর রহমানের সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও শাহজাহান হাওলাদারের পুত্র মো. মিজান এবং মো. ফয়েজ খানের পুত্র রাজ্জাক-এর দোকানের আংশিক পুড়ে গেছে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০