চট্টগ্রাম, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন ও গণসংযোগ করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি।
রোববার এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ)।
এ সময় উপস্থিত ছিলে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের অনান্য নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।