পটুয়াখালী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার দশমিনার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তেঁতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফলের সিনিয়র মৎস্য অফিসার ও দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনএন পারভেজ ও দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলিম।
দশমিনার ইউএনও ইরতিজা হাসান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। এছাড়া জনসচেতনতা বাড়াতেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে।