পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০৫
পটুয়াখালীর দশমিনার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ছবি: বাসস

পটুয়াখালী, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার দশমিনার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তেঁতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। 

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফলের সিনিয়র মৎস্য অফিসার ও দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনএন পারভেজ ও দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলিম।

দশমিনার ইউএনও ইরতিজা হাসান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং মৎস্য অফিস  যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। এছাড়া জনসচেতনতা বাড়াতেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০