দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:১৪ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ২২:২৭
আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সাক্ষাৎ করেন প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে । ছবি : বাসস

\ মো. মিজানুর রহমান \

পিরোজপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ আমাদের অনুপ্রেরণা, এ দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক। এ দেশের জনগণ যতবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে।

আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ববরণকারী প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা দেখছি মোতালেব আকন একটি হুইলচেয়ারে বসে আছেন। কেন বসে আছেন, এখানে যারা উপস্থিত আমরা সবাই জানি। রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে উনি এ রকম হয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বহু বছর যাবত আমি প্রবাসে আছি, থাকতে বাধ্য হচ্ছি। গত জুলাইসহ বিগত ১৭ বছরে আমাদের দলেরসহ বহু মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন। সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার আদায়ে হোক। এসব আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন।

তিনি বলেন, এনাফ ইজ এনাফ। অনেক আন্দোলন হয়েছে। এবার আমরা সকল মতভেদ ভেদাভেদ ভুলে সকলে একটা জায়গায় আসি। আমরা বহুদলীর গণতন্ত্রে বিশ্বাস করি। বিভিন্ন দল থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে কিন্তু সেই ঝগড়া ফ্যাসাদ কমিয়ে ফেলি।

তারেক রহমান মোতালেব আকনের সন্তানদের দেখিয়ে বলেন, এ রকম লাখো কোটি তরুণ-তরুণী, নারী-পুরুষ আছে যারা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে চান। আমরা এই সমস্ত তরুণদের নিয়ে ভাবছি। তারা যেন ন্যূনতম মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে সেই ভাবে আমরা পরিকল্পনা করছি। আগামী দিনে আমরা মেধার ভিত্তিতে সমাজ গড়তে চাই।

কৃষকদের ব্যাপারে এ নেতা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, লক্ষ-কোটি কৃষক কৃষি কাজের সঙ্গে জড়িত। তারা উৎপাদন করে বলে ২০ কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। কিন্তু এই কৃষকরা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, দেশের মা-বোনদের কিভাবে স্বাবলম্বী করা যায়, আরেকটু শিক্ষিত করা যায় সেই পরিকল্পনা আমরা করছি।

তিনি বলেন, এখন আন্দোলন নয়, মিছিল নয়, সংগ্রাম নয়, আসুন আমরা সবাই মিলে কম্পিটিশন করি, কিভাবে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে কাজ করা যায়। জনগণ যাদের সুযোগ দেবে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে।

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় অ্যাড. রুহুল কবির রিজভী উপস্থিত থেকে মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। 

তিনি বলেন, এ উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার স্বপ্নপূরণ নয়, বরং বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি দেশনায়কের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি। তারেক রহমান বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংবেদনশীল, মানবিক এবং স্মৃতিশক্তি সমৃদ্ধ নেতাও।

এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপি পরিবার দেশনেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটি জেলায় জেলায় যাচ্ছি। বিএনপির নেতা-কর্মীসহ অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান বলেন, বিএনপি শুধু তথাকথিত রাজনৈতিক দল হিসেবেই রাজনীতি করে না, বিপদে কর্মীদের পাশেও দাঁড়ায়। প্রত্যন্ত অঞ্চলের কর্মী মোতালেব আকনই তার প্রমাণ।

তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপি নেতাদের সাক্ষাৎ পেয়ে এ সময় মোতালেব আকন এবং তার তিন সন্তান ও স্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা তারেক রহমানসহ জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য,  দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে তার এই দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে এলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
১০