বগুড়া, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার কাহালু উপজেলা আজ গরু বোঝাই ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে আমিনুল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কাহালু- বগুড়া সড়কে কাহালু উপজেলার শীতলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল শেখ জেলার কাহালু উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমিনুল শেখ বাড়ি থেকে একটি ভটভটিতে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু- বগুড়া সড়কে কাহালু উপজেলার শীতলাই এলাকায় ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই আমিনুল শেখ নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।