সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:৫১
ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার  সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, কুশখালী, কাকডাঙ্গা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী ও চান্দুড়িয়া বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার শিশুতলা নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এছাড়া, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও বোরকা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলায় ভাদিয়ালী ও আনারস বাগান নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ইউনুসের ঘের নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংক প্রধানের
কুমিল্লায় অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জরিমানা
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড 
পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা 
সাবেক কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
নির্বাচন কমিশন আস্থা ধরে রেখে কাজ করবে বলে আশা প্রকাশ সারজিস আলমের
দীর্ঘ ইনজুরিতে অবসরের কথা বিবেচনা করেছিলেন স্টোনস
আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
১০