ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা : কাস্টমস কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:১৩

যশোর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : এনফোর্সমেন্ট অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গতকাল সোমবার বিকেলে যশোরের বেনাপোল কাস্টমস হাউস এলাকায় অভিযানে তারা ধরে পড়েন।

আজ দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের কাছে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

দুদক জানায়, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার সরকারি কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার করে শুল্কায়নে সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে অবৈধ সুবিধা দেয়ার বিনিময়ে ঘুষ আদায় করতেন। সহযোগী হাসিবুর রহমান তার হয়ে ঘুষের টাকা সংগ্রহ করতেন। সোমবার বিকেলে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিবুর রহমানকে দুদক টিম আটক করে। এরপর মঙ্গলবার দুপুরে যশোর শহরের কারবালা রোড এলাকা থেকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকেও গ্রেপ্তার করে দুদক।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় যশোরের বিজ্ঞ জেলা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০