বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:১৩
আজ মঙ্গলবার বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন। ছবি : বাসস

বরিশাল, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরিশালের যৌথ আয়োজনে “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

সকালে নগরীর সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ নয় তাদের সামাজিক, ধর্মীয় ও মানবিক গুণাবলী শেখাতে হবে। বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হবে। তিনি আরও বলেন, একক পরিবারের প্রথা পরিহার করতে হবে। বাবা-মাকে সঙ্গে নিয়ে বসবাস করলেই পারিবারিক বন্ধন দৃঢ় হয়। দাদা-দাদির সান্নিধ্যে সন্তান বড় হলে তাদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যবোধ গড়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বরিশালের সভাপতি মো. নূরুল আলম। 

এতে বিশেষ অতিথির বক্তব দেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রবীণ কল্যাণ সংগঠনের প্রতিনিধি, সমাজসেবী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংক প্রধানের
কুমিল্লায় অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জরিমানা
১০