টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

টাঙ্গাইল, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার কালিহাতী উপজেলায় আজ বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জেলার কালিহাতীর উপজেলার কোনাবাড়ী এলাকার জহর আলী (৪০) এবং বানিয়াফর এলাকার মুক্তার আলী (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই নির্মাণ শ্রমিক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন নির্মাণ শ্রমিক উপজলার ঘুনি সালঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে কালিহাতী থেকে পিকআপযোগে বাড়ি ফিরছিলন। পথিমধ্যে পিকআপটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাংড়া এলাকায় আসলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঐ পিআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০- শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে জহর আলী ও মুক্তার আলী নামের দু’জনের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত ২ জন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ বক্স- এর ইনচার্জ আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
১০