শেরপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:১৭

শেরপুর, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ খোরশেদ আলম নামের এক ভুয়া চিকিৎসককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল মেডিসিন বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ২টায় নালিতাবাড়ী পৌরসভার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক খোরশেদ আলম জেলার নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া মহল্লার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসক খোরশেদ আলম নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খুলে ডাক্তার সেজে রোগী দেখছিলেন। পাশাপাশি তার ছেলে সালমান সাদিক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে খোরশেদ আলমের চেম্বার ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছেলে ফার্মেসির মালিক সালমান সাদিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫১ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
১০