ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:৪৭
ছবি : বাসস

ঝালকাঠি, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযানে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে ১মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ১১ জনকে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি নৌকা, একটি ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ। সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৮৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। 

সুগন্ধা নদীতে অভিযানকালে জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ, প্রশাসন ও পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ৮টি মোবাইল টিম এ অভিযান পরিচালনা করে। 

জেলা মৎস কর্মকর্তা আরও জানান, ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫১ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
১০