মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:০৯
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বার্থে পরিচালিত মৈত্রী শিল্পকে একটি সফল ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বছরের পর বছর সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি নিতে না হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের গুণগত মান এবং বাজারজাতকরণ কৌশল নতুনভাবে সাজাতে হবে।

আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতাধীন মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের কাজকে সময়ের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করতে হবে। দুর্নীতি যেন সর্বত্র ছড়িয়ে আছে-রন্ধ্রে রন্ধ্রে, পোকা-মাকড়ের মতো। এটি শুধু গত ষোলো বছরের সমস্যা নয়, স্বাধীনতাপরবর্তী সময় থেকেই এটি ধারাবাহিকভাবে চলছে। সরকারি প্রকল্পগুলো লাভজনক না হওয়ার পেছনে দুর্নীতি ও অব্যবস্থাপনাই প্রধান কারণ।

তিনি জানান, চলতি অর্থবছরে টঙ্গীর মৈত্রী শিল্পে ২২ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। বছরের পর বছর ভর্তুকির ওপর নির্ভর করে প্রতিষ্ঠান পরিচালনার মানসিকতা পরিবর্তন করতে হবে। পরিচালন নীতি এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে প্রতিষ্ঠানটি ভর্তুকি ছাড়াই লাভজনক অবস্থানে পৌঁছাতে পারে।

এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ও বিভাগ পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, নির্বাহী পরিচালক (উপসচিব) কাজী মাহবুব উর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
১০