বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:১২
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে। ছবি : বাসস

বান্দরবান, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় এবার একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে। ইতোমধ্যে জেলার প্রায় ৬৫ শতাংশ শিশু- কিশোরের অনলাইনে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

সিভিল সার্জন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু- কিশোর এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষিত রাখবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, টিকা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলায় ৩৮৪টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। অভিভাবকরা নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দিতে পারবেন। এছাড়া যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা সরাসরি টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবেন।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষায় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং ১ থেকে ১৩ নভেম্বর গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০