ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশন (ইসি) একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায়, এই ম্যাসেজ দেশবাসীর কাছে পৌঁছে দেয়ার জন্য নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নারী নেত্রী খুশী কবির, শিরীন পারভিন হক, নাসরিন ফাতেমা আউয়াল, ডা. ফওজিয়া মোসলেম ও মালেকা বানু উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘আপনারা নারী সমাজে আমাদের বিশেষ দূত। আমরা আশা করবো, আপনারা আমাদের পক্ষ হয়ে কাজ করবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের চাহিদা অনুযায়ী একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই-সে বিষয়ে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনারা সমাজে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। আপনাদের প্রতিটি কথা মূল্যবান। তাই আপনারা আমাদের আন্তরিকতা ও উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেবেন-যাতে সবাই বুঝতে পারেন যে এই নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আন্তরিকভাবে কাজ করছে।’
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সবাই ভোটকেন্দ্রে আসে, বিশেষ করে নারী ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে আসে।’
সিইসি বলেন, আপনারা বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। অর্গানাইজেশনে মিটিংগুলা যখন করেন ওইখানে নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টা নিয়ে আসতে পারেন।
এরআগে নারী নেত্রীরা কমিশনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। নারী ও প্রতিবন্ধী মানুষরা যাতে সহজে ভোট কেন্দ্রে যায় সেজন্য তাদের উৎসাহিত করতে হবে। নির্বাচনে নারীদের জন্য যেন নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়। ভোটকেন্দ্রে তাদের জন্য সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীরা যাতে সহজে ভোট দিতে পারে সেজন্য তারা ভোট কেন্দ্র বৃদ্ধি করার দাবি জানান। এছাড়া ভোটের দিন ও তার আগেরদিন নারী শ্রমিকরা দুদিন যাতে ছুটি পায় তা নিশ্চিত করতে হবে।
নারী নেত্রীরা নির্বাচনের সময়, আগে ও পরে মব সৃষ্টি হতে পারে সে বিষয়ে কমিশনের দৃষ্টি রাখার আহ্বান জানান।
এছাড়া কেউ যেন নারীর প্রতি অবমাননামূলক প্রচারণা এবং সমাজকে বিভাজিত করতে পারে এমন প্রচারণা চালাতে না পারে সে দিকে কমিশনের কঠোর দৃষ্টি রাখার কথা বলেন। তারা জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি নারীদের জন্য ১৫০টি আসনসহ মোট ৪৫০টি আসন করার দাবি জানান।
তারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও কার্যকর নির্বাচন করতে হবে। ভয়-ভীতি ছাড়া নারীরা যাতে ভোট কেন্দ্রে আসতে পারে তা কমিশনকে নিশ্চিত করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের আশার কথা হল নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই স্ব স্ব ভাবমূর্তি পুন:উদ্ধারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আশা করি তারা যথাযথ ভুমিকা পালন করবেন। আইনশৃঙ্খলা অবশ্যই কনসার্ন। আশা করি জনসম্পৃক্ততা সৃষ্টি হলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।