বরিশালে ট্রাক চাপায় শ্রমিকদল নেতা নিহত

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৩:১৫
প্রতীকী ছবি

বরিশাল, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার উজিরপুরে ট্রাকের ধাক্কায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ি সংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে সাগর মোল্লাসহ ৩ জনকে চাপা দেয়। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাগর মোল্লার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০