বরিশালে ট্রাক চাপায় শ্রমিকদল নেতা নিহত

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৩:১৫
প্রতীকী ছবি

বরিশাল, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার উজিরপুরে ট্রাকের ধাক্কায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ি সংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে সাগর মোল্লাসহ ৩ জনকে চাপা দেয়। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাগর মোল্লার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ প্রেস সচিবের
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
১০