ফেনীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইনে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৪:০০
বুধবার জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয় । ছবি : বাসস

ফেনী, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে  অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হোন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়েত বিন করিমের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার এস এম আল আমিনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাশেদ হাসান, সদর উপজেলা এম ও ডা. প্রণয় কুমার চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবু তাহের ও আব্দুর রহিম।

সভায় জানানো হয়, জেলায় ৪ লাখ ২৫ হাজার  শিশু,কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ১৮ কর্মদিবসের টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। প্রথম ১০ দিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবং দ্বিতীয় দফায় ৮ দিন টিকাদান কেন্দ্রে  এই টিকা দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে ফায়জুল হক বলেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এ টিকা দেওয়া হচ্ছে। এতে টাইফয়েড এখনের মত থাকবে না। আমরা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। সবার সচেতনতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার টাইফয়েড টিকা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান
নওগাঁয় বিএনপি নেতার আদিবাসী নারীদের ধান বীজ ও ফলের চারা দিয়ে সম্মাননা প্রদান
রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
চাঁদপুরে কারেন্ট জাল ও দু’টি বোটসহ ১৭ জেলে আটক
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট
রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিরাজগঞ্জে ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশু টিকাদানের আওতায়
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ প্রেস সচিবের
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
১০