পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন 

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৪:৪৩
পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : "আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য শেভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক এস এম শাহাজাদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মন্ডল।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে গড়ে তুলতে পরিবার ও সমাজ উভয়ের দায়িত্ব রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০