পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন 

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৪:৪৩
পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : "আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য শেভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক এস এম শাহাজাদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মন্ডল।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে গড়ে তুলতে পরিবার ও সমাজ উভয়ের দায়িত্ব রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘হস্তক্ষেপমূলক’ অবস্থানের জেরে ইইউ’র রাষ্ট্রদূতদের তলব ইরানের
অভিযুক্ত ইউক্রেনীয় ড্রোনগুলোকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে : রাশিয়া
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সাইফ, ৮৭ ধাপ উন্নতি নাসুমের
সুদানে হাসপাতালে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৮
ধানসিঁড়ি জোনে দুই বিভাগে মাদারীপুর ও বরিশাল চ্যাম্পিয়ন
৮ লাখ ২৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেবে চসিক
মাদ্রিদে ভবন ধসে শ্রমিক নিখোঁজ, তিনজন আহত
কুর্দিদের সাথে ‘যুদ্ধবিরতি ঘোষণা’ সিরিয়ার
মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন 
১০