কক্সবাজার, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : কক্সবাজারের উখিয়ায় টাস্কফোর্সের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার উখিয়ার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শাহজাহান হত্যা মামলার প্রধান আসামিও সে।
ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
এতে বলা হয়, গ্রেফতার মনিরের বাড়ি স্থানীয় পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, বিজিবির হাতে এর আগেও অনেক ইয়াবা চোরাকারবারি ধরা পড়েছে। কিন্তু তারা সাধারণত বহনকারী বা মাঠ পর্যায়ের সদস্য। মনির হোসেনের মত গডফাদাররা দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে আসছে। আমরা এ ধরনের গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে অভিযান চলছে।