চাঁদপুরে কারেন্ট জাল ও দু’টি বোটসহ ১৭ জেলে আটক

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:১২ আপডেট: : ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৪২
ছবি : বাসস

চাঁদপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও দু’টি বোটসহ ১৭ জেলেকে আজ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত) ২২ দিন সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রি নিষিদ্ধ রয়েছে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৮ টার দিকে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন জেলার মেঘনা নদীর মোহনা ও আশেপাশে এলাকায় একটি অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১৭ জন জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের বোট উদ্ধার করা হয়। 

আটককৃত জেলেদের একজন শিশু হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত জাল চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নষ্ট করা হয়। জব্দকৃত মাছ মাদরাসায় বিতরণ করা হয়। 

জব্দকৃত বোট চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে এবং আটক জেলেদেরকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিলীপ আগরওয়ালার ৫৩ শতাংশ ও তার স্ত্রীর ৮৮ শতাংশ অসঙ্গতিপূর্ণ সম্পদ, দুদকের মামলা
শেয়ার বাজার নিম্নমুখী
পৃথক ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল
হাসিনার আমলে গুমের ঘটনার ২ মামলায় গ্রেফতারি পরোয়ানা
আগামী ১২ অক্টোবর থেকে বরিশাল নগরীতে টিকাদান শুরু, ৯৭ হাজার শিশু পাবে এ টিকা
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
মহিষের দই জিআই পণ্য হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে : ফরিদা আখতার
ধলেশ্বরী নদীতে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ ইউনিয়নবাসীর 
চব্বিশের গণঅভ্যুত্থানে কন্যাদের জয়ধ্বনি শোনা যায় : শারমীন এস মুরশিদ
বছর শেষে বাজেট নিয়ে ঐকমত্যের সম্ভাবনার কথা জানালেন ফরাসি প্রধানমন্ত্রী
১০