গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:২২
৮ অক্টোবর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান। ছবি : বাসস

গাজীপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে এই চেক প্রদান করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন প্রমুখ।

এ সময় নিহত অহিদুলের স্ত্রী জোসনা খাতুন বলেন, গত ১ বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুটি সন্তানকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। আজকে ৫ লাখ টাকা পেলাম, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকা দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারবো। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ জেলার ৫নিহত পরিবারের  সদস্যর মাঝে  ২৫ লাখ টাকার চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয়না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে। গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরও পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।

বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০