গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:২২
৮ অক্টোবর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান। ছবি : বাসস

গাজীপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে এই চেক প্রদান করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন প্রমুখ।

এ সময় নিহত অহিদুলের স্ত্রী জোসনা খাতুন বলেন, গত ১ বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুটি সন্তানকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। আজকে ৫ লাখ টাকা পেলাম, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকা দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারবো। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ জেলার ৫নিহত পরিবারের  সদস্যর মাঝে  ২৫ লাখ টাকার চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয়না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে। গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরও পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।

বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিলীপ আগরওয়ালার ৫৩ শতাংশ ও তার স্ত্রীর ৮৮ শতাংশ অসঙ্গতিপূর্ণ সম্পদ, দুদকের মামলা
শেয়ার বাজার নিম্নমুখী
পৃথক ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল
হাসিনার আমলে গুমের ঘটনার ২ মামলায় গ্রেফতারি পরোয়ানা
আগামী ১২ অক্টোবর থেকে বরিশাল নগরীতে টিকাদান শুরু, ৯৭ হাজার শিশু পাবে এ টিকা
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
মহিষের দই জিআই পণ্য হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে : ফরিদা আখতার
ধলেশ্বরী নদীতে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ ইউনিয়নবাসীর 
চব্বিশের গণঅভ্যুত্থানে কন্যাদের জয়ধ্বনি শোনা যায় : শারমীন এস মুরশিদ
বছর শেষে বাজেট নিয়ে ঐকমত্যের সম্ভাবনার কথা জানালেন ফরাসি প্রধানমন্ত্রী
১০