ফরিদপুরের পাঁচ লক্ষাধিক শিশু-কিশোরকে টিকা প্রদান শুরু ১২ অক্টোবর 

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:১৮
আগামী ১২ অক্টোবর থেকে শুরু ফরিদপুরের পাঁচ লক্ষাধিক শিশু-কিশোরকে টিকা প্রদান। ছবি : বাসস

ফরিদপুর, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টাইফয়েড টিকা প্রদান করা হবে। ফরিদপুর জেলা ও নয়টি উপজেলায় মোট ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশু-কিশোর এ টিকার আওতায় রয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় ও ইউনিসেফ এর সহযোগিতায় আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ও আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষ প্রকল্পের আওতায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান আনোয়ার হোসেন। 

এসময় পাওয়ার পয়েন্ট পরিবেশন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আল আমিন সারোয়ার।

কর্মশালায় জানানো হয়, ১২ অক্টোবর হতে মাসব্যাপী সারাদেশের মতো ফরিদপুরেও ৯ মাস থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী পর্যন্ত সকল শিশুদের এ টাইফয়েড প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হবে। আর এরই ধারাবাহিকতায় গত এক মাস ধরে স্কুল ও মাদরাাসাসহ বিভিন্ন পর্যায়ে তাদের নাম রেজিষ্ট্রেশন চলছে।

প্রাণঘাতী টাইফয়েড রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট বয়সের সকল শিশু যাতে এর মাধ্যমে টিকা গ্রহণের সুযোগ পায় এজন্য সাংবাদিকদের সহায়তা কামনা করা হয়।

এসময় বক্তারা বলেন, এটি একটি জাতীয় প্রোগ্রাম, তাই এ কার্যক্রমকে সফল করতে ইতোমধ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কার্যক্রমে যাতে কোন গুজব সৃষ্টি না হয় এবং সফলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয় এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০