সিরাজগঞ্জ ১০লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৭
১০লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় এবার ১০লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশু- কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া হবে। আগামি ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন চলবে।

আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিনের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, ইউনিসেফ-এর ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন ডা. নুরুল আমিন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি ও সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সময়ের মধ্যে যে কোনো ১০ দিন স্কুলে ক্যাম্পেইন এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের যে কোনো আটদিন কমিউনিটি পর্যায়ে এ টিকাদান ক্যাম্পেইন চলবে।

তিনি জানান, জেলার ১৫ টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও দুইহাজার ১১২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও অন্যান্য মিলে মোট তিনহাজার ৪২৯ টি সহ স্কুল পর্যায়ে মোট ছয়লাখ ২৮ হাজার ৯৬৫ শিশুকে এবং কমিউনিটি পর্যায়ে চারলাখ ১১ হাজার ১৮ জন সর্বমোট দশলাখ ৩৯ হাজার ৯৮৩ জনকে টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকার আত্মসমালোচনা হওয়া প্রয়োজন : তথ্য উপদেষ্টা
শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
১০