সিরাজগঞ্জ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় এবার ১০লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশু- কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া হবে। আগামি ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন চলবে।
আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিনের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, ইউনিসেফ-এর ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. নুরুল আমিন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি ও সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সময়ের মধ্যে যে কোনো ১০ দিন স্কুলে ক্যাম্পেইন এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের যে কোনো আটদিন কমিউনিটি পর্যায়ে এ টিকাদান ক্যাম্পেইন চলবে।
তিনি জানান, জেলার ১৫ টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও দুইহাজার ১১২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও অন্যান্য মিলে মোট তিনহাজার ৪২৯ টি সহ স্কুল পর্যায়ে মোট ছয়লাখ ২৮ হাজার ৯৬৫ শিশুকে এবং কমিউনিটি পর্যায়ে চারলাখ ১১ হাজার ১৮ জন সর্বমোট দশলাখ ৩৯ হাজার ৯৮৩ জনকে টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে।