নড়াইল, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সার ও বীজ বিতরণ করা হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেসা-সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬৬০ জন কৃষককের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এরমধ্যে বসতবাড়ির আঙ্গিনায় পতিত জমিতে শাকসবজি চাষের জন্য ২৩০ জন কৃষক পাবেন বেগুন, পালংশাক, লালশাক,মটরশুটি, লাউ, মিষ্টি কুমড়া, মূলা বীজ ।
তিনি জানান, এছাড়া মাঠে উপযুক্ত স্থানে সবজি চাষের জন্য ৭০জন কৃষককে হাইব্রীড জাতের লাউ বীজ, ১২০জন কৃষককে কুমড়া বীজ, ১২০জন কৃষককে শশা বীজ এবং ১২০জন কৃষককে হাইব্রীড বেগুন বীজ দেয়া হবে। এছাড়া প্রত্যেক কৃষক বিনামূল্যে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।