চুয়াডাঙ্গা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার জীবননগর উপজেলায় আজ বীজের প্যাকেটে মূল্য ও বীজ সম্পকিত তথ্য না থাকায় এবং অধিক মূল্যে সার বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার জীবননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান।
সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জীবননগর উপজেলার জীবননগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বীজের প্যাকেট আমদানীকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা, মেসার্স গ্রীন লাইফ সীডসকে পাঁচহাজার টাকা এবং সারের দাম বেশি রাখায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, জেলা ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।