রাজনৈতিক বিবেচনায় স্থাপন হওয়া ভোটকেন্দ্রের পরিবর্তন চান ভোটাররা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:২৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিগত নির্বাচনগুলোতে রাজনৈতিক বিবেচনায় স্থাপন হওয়া ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় ভোটাররা।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া এক শুনানিতে এ দাবি জানান তারা।

সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে অংশ নিয়ে ভোট কেন্দ্র নিয়ে আপত্তি তোলেন বিভিন্ন নির্বাচনী এলাকার বাসিন্দারা। এ সময় ভোট কেন্দ্রের পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন স্থানীয়রা। পরে তা আমলে নিয়ে ও সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।

শুনানিতে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের চারটি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের দু’টি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নয়টি, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের পাঁচটি, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ছয়টি, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের ১০টি, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের তিনটি, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলীু-হালিশহর) আসনের তিনটি, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ১৮টি, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাতটি, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের তিনটি, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের তিনটি এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের চারটি আপত্তি নিষ্পত্তি করা হয়। এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের একটি করে আপত্তি নিষ্পত্তি করা হয়। তবে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে একটিও আপত্তি আসেনি।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ বলেন, কারো ব্যক্তিগত ইচ্ছায় ভোটকেন্দ্র স্থাপন করা হবে না। 

ভোটকেন্দ্র স্থাপনের যে সব মানদণ্ড কমিশন থেকে ঠিক করে দেওয়া হয়েছে সে অনুযায়ী হবে। কোনো ভোটকেন্দ্র যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে তা সরিয়ে ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
১০