রাজনৈতিক বিবেচনায় স্থাপন হওয়া ভোটকেন্দ্রের পরিবর্তন চান ভোটাররা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:২৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিগত নির্বাচনগুলোতে রাজনৈতিক বিবেচনায় স্থাপন হওয়া ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় ভোটাররা।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া এক শুনানিতে এ দাবি জানান তারা।

সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে অংশ নিয়ে ভোট কেন্দ্র নিয়ে আপত্তি তোলেন বিভিন্ন নির্বাচনী এলাকার বাসিন্দারা। এ সময় ভোট কেন্দ্রের পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন স্থানীয়রা। পরে তা আমলে নিয়ে ও সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।

শুনানিতে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের চারটি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের দু’টি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নয়টি, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের পাঁচটি, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ছয়টি, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের ১০টি, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের তিনটি, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলীু-হালিশহর) আসনের তিনটি, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ১৮টি, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাতটি, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের তিনটি, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের তিনটি এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের চারটি আপত্তি নিষ্পত্তি করা হয়। এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের একটি করে আপত্তি নিষ্পত্তি করা হয়। তবে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে একটিও আপত্তি আসেনি।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ বলেন, কারো ব্যক্তিগত ইচ্ছায় ভোটকেন্দ্র স্থাপন করা হবে না। 

ভোটকেন্দ্র স্থাপনের যে সব মানদণ্ড কমিশন থেকে ঠিক করে দেওয়া হয়েছে সে অনুযায়ী হবে। কোনো ভোটকেন্দ্র যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে তা সরিয়ে ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০