পতেঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:১০
ছবি : বাসস

চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরীর পতেঙ্গায় ‘মব’ সৃষ্টি করে পুলিশকে আহত করার ঘটনার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহেদ খান (২৫) ও মো. নয়ন (৪২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া ডিউটি চলাকালীন সময় পতেঙ্গা মাছ বাজারের সামনে অনুমোদন বিহীন ব্যাটারিচালিত টমটম গাড়ি দেখে থামার জন্য সংকেত দিলে, গাড়িটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া গাড়িটি আটক করে। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করে মো. শাহেদ খান। পরে তার ৮-১০ জন সহযোগি নিয়ে মব সৃষ্টি করে পুলিশকে হামলা করে। এতে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
১০