সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:১৮

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশব্যাপী তাদের সব কার্যালয় ও বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার এবং বিমান ব্যবস্থাকে লক্ষ্য করে সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক থাকতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে।

বিদেশি বিমানবন্দরগুলোতে সাইবার হামলার খবরের পর এয়ার কমোডর আবু সাঈদ মো. মাবরুর খান (সদস্য, পরিচালনা ও পরিকল্পনা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই নির্দেশিকায় বাংলাদেশের বিমান চলাচল নেটওয়ার্ককে সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করার জন্য অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত পরিবর্তন করা, সন্দেহজনক ই-মেইল এবং লিঙ্ক এড়িয়ে চলা, অ্যান্টিভাইরাস ও সফটওয়্যার আপডেট রাখা এবং পাইরেটেড বা অননুমোদিত প্রোগ্রাম ব্যবহার থেকে বিরত থাকা।

কর্মকর্তাদের কেবল caab.gov.bd ডোমেইনের অধীনে অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার, নিরাপত্তা রক্ষায় মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং নিয়মিত ডেটা ব্যাকআপ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করেন এবং সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাপ্ত সন্দেহজনক কোনো সংযুক্তি বা লিঙ্কে ক্লিক না করেন।

বেবিচক নির্দেশ দিয়েছে, যেকোনো সন্দেহজনক সাইবার-আক্রমণ বা নিরাপত্তা সংক্রান্ত ঘটনা অবিলম্বে বেবিচক-সিআইআরটি টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (এনসিএসএ) জানাতে হবে। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাবে এবং অপরাধ হ্রাস করা যাবে।

দেশের বেসামরিক বিমান চলাচল অবকাঠামোর নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করার নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থাটি এসব নির্দেশনা জারি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০