নাটোর, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আজ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে।
বিকেলে মেলা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস।
স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন।
এ মেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ১৫টি স্টলে তাদের উদ্ভাবিত বিজ্ঞার প্রকল্প উপস্থাপন করে। এছাগা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।