২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২৬

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এ হিসাব প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুসারে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। কৃষি, শিল্প ও খাতে খাতে মাঝারি পারফরম্যান্সের কারণে প্রবৃদ্ধি কম হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে শিল্প উৎপাদন ৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায়। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮ শতাংশ।

দেশের অর্থনীতে অর্ধেকের বেশি অবদান রাখা সেবা  খাতে  ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ২ দশমিক ৯৬ শতাংশ প্রবৃ্দ্িধ হয়েছে, যা আগের বছর একই প্রান্তিকে ছিল ৩ দশমিক ৬১ শতাংশ ।

কৃষি খাতের প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা গেছে। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়কালে ৩ দশমিক ১ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি কমেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ, ৪ দশমিক ৪৮ শতাংশ এবং ৪ দশমিক ৮৬ শতাংশ। এর আগের অর্থবছরে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭ শতাংশ, ৪ দশমিক ৪৭ শতাংশ এবং ৪ দশমিক ৬২ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০