২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২৬

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এ হিসাব প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুসারে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। কৃষি, শিল্প ও খাতে খাতে মাঝারি পারফরম্যান্সের কারণে প্রবৃদ্ধি কম হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে শিল্প উৎপাদন ৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায়। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮ শতাংশ।

দেশের অর্থনীতে অর্ধেকের বেশি অবদান রাখা সেবা  খাতে  ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ২ দশমিক ৯৬ শতাংশ প্রবৃ্দ্িধ হয়েছে, যা আগের বছর একই প্রান্তিকে ছিল ৩ দশমিক ৬১ শতাংশ ।

কৃষি খাতের প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা গেছে। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়কালে ৩ দশমিক ১ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি কমেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ, ৪ দশমিক ৪৮ শতাংশ এবং ৪ দশমিক ৮৬ শতাংশ। এর আগের অর্থবছরে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭ শতাংশ, ৪ দশমিক ৪৭ শতাংশ এবং ৪ দশমিক ৬২ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০