সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৩:২৪
নিহত শিক্ষক শিব শংকর রায় । ছবি : সংগৃহিত

রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত ও গুরুতর আহত হয়েছেন অপর এক শিক্ষক। 

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পবা উপজেলার নওহাটা আনসার-ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারা দুই জনে একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। আহত শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষক শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও আহত শিক্ষক দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। 

এ তথ্য নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই দুই শিক্ষক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার, নাকি অন্য গাড়ির ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। পুলিশ তদন্ত করে দেখছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে। ঘটনাস্থলে অধ্যাপক শিব শংকর রায় মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওহাটা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে আমরা ভোর ৫টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে যাই। সেখানে একজনকে মৃত পাই, আরেকজন আহত ছিলেন। 

তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। স্থানীয়দের কাছে জানতে পেরেছি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
রিয়ালে গিয়ে নিজেকে আবারো ফিরে পেয়েছেন এমবাপ্পে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০৮ জন
বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু, ঘরমুখী হাজারো গাজাবাসী
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু, মরদেহ পৌঁছেছে চট্টগ্রামে
বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন : ড. জিয়াউদ্দিন হায়দার
‘সহযোগিতামূলক’ সম্পর্কের জন্য চীনের প্রশংসা করলেন কিম
আদালতে শুনানির আগে শিকাগোতে ৫শ’ মার্কিন সেনা মোতায়েন
১০