পটুয়াখালীতে কারেন্ট জালে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

পটুয়াখালী, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে কারেন্ট জালে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৬ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই গ্রামের মরহুম বারেক হাওলাদারের ছেলে মো.কাওছার হাওলাদার (৩০)।

জানা গেছে, জাতীয়ভাবে ইলিশ আহরণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন গতকাল বৃহস্পতিবার রাতে মৎস্য বিভাগের একটি বিশেষ অভিযান দল বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে অভিযান চালায়।

এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন ওই দুই জেলে। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

আজ সকালে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০