পটুয়াখালীতে কারেন্ট জালে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

পটুয়াখালী, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে কারেন্ট জালে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৬ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই গ্রামের মরহুম বারেক হাওলাদারের ছেলে মো.কাওছার হাওলাদার (৩০)।

জানা গেছে, জাতীয়ভাবে ইলিশ আহরণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন গতকাল বৃহস্পতিবার রাতে মৎস্য বিভাগের একটি বিশেষ অভিযান দল বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে অভিযান চালায়।

এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন ওই দুই জেলে। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

আজ সকালে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
রিয়ালে গিয়ে নিজেকে আবারো ফিরে পেয়েছেন এমবাপ্পে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০৮ জন
বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু, ঘরমুখী হাজারো গাজাবাসী
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু, মরদেহ পৌঁছেছে চট্টগ্রামে
বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন : ড. জিয়াউদ্দিন হায়দার
‘সহযোগিতামূলক’ সম্পর্কের জন্য চীনের প্রশংসা করলেন কিম
আদালতে শুনানির আগে শিকাগোতে ৫শ’ মার্কিন সেনা মোতায়েন
১০