রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৪:৫২
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। ফাইল ছবি

রংপুর,  ১০ অক্টোবর,২০২৫( বাসস):বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা শহরের ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদে দোয়া মাহফিল হয়েছে। 

বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করবেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

জেলা বিএনপির আহ্বায়ক জেলার সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিকেল ৩টায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

জেলা  বিএনপির দপ্তরের দায়িত্ব হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০