রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৫:২৩
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিটি কর্পোরেশন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। ছবি : বাসস

রংপুর,  ১০ অক্টোবর,২০২৫ (বাসস):শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন সচেতনতা প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলায়  এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিটি কর্পোরেশন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মো. আশরাফুল ইসলাম।

তিনি জানান, রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের ৭২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরী — প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েডের এক ডোজ টিকা দেওয়া হবে।

রংপুর সিটিতে ২ লাখ ১০ হাজার ৭১৯ জন শিশু-কিশোরকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে, যা ক্যাম্পেইন শুরু হওয়ার আগেই লক্ষ্যমাত্রা অর্জনের ইঙ্গিত দিচ্ছে।

আশরাফুল ইসলাম বলেন, ‘টাইফয়েড টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এই টিকা নিরাপদ এবং কার্যকর। তাই সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ। 

এছাড়া গতকাল বিকেলে রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে  জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, আগামী ১২ অক্টোবর থেকে রংপুর জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

তিনি বলেন, জেলার ৮টি উপজেলায় ৩,২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে ৪ লাখ ৩৯ হাজার ৪০২ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৯ হাজার ৪৫২ জন শিশু-কিশোরকে বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান করা হবে।

এখন পর্যন্ত ২ লাখ ৪ হাজার ১০ জন অনলাইনে নিবন্ধন করেছে। ক্যাম্পেইন শুরু হওয়ার আগেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস রুহুল আমিন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য  কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০