পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৫:৪১

পটুয়াখালী, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাউফল উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ওই সকল ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে বাউফলের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তথ্যচিত্র উপস্থাপন করেন। 

এ সময় সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিচ্ছিন্ন ছয়টি স্থানের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরা হয়। সভা শেষে জেলা প্রশাসক ৪৩ জন জুলাইযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং ২৮টি অসহায় পরিবারের মাঝে ২৬ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন।

এছাড়া তিনি নবনির্মিত উপজেলা অফিসার্স ক্লাব উদ্বোধন শেষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।

দিনের শেষভাগে জেলা প্রশাসক বাউফলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পালপাড়া এলাকা পরিদর্শন এবং মৃৎশিল্পীদের সরকারিভাবে সহায়তা ও তাদের কারুশিল্প আধুনিকায়নে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।

এসময় তার সাথে ছিলেন, ইউএনও আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাসান মিলু, কৃষি অফিসার মো. মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুরাদ হোসেন, বাউফল থানা অফিসার (ওসি) আকতারুজ্জামান সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০