নোয়াখালী, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় অংশ নেন নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসার মরিয়ম সিমি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা।
এসময় জেলা সিভিল সার্জন অফিসার মরিয়ম সিমি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৯ টি উপজেলা ও ২ টি পৌরসভার ৯১ টি ইউনিয়নের ২৯১ টি ওয়ার্ডে মোট ৪৮১০ টি কেন্দ্রে ৪৪২৫ টি স্কুল, মাদ্রাসা ও কমিউনিটির সর্বমোট ১২ লাখ ৬ হাজার ৬১৩ জন শিশু রেজিস্ট্রেশন করেছে।