নওগাঁ, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
ডিমের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন, ডিম এমন একটি খাবার যাতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে। সহজলভ্য ও সাশ্রয়ী এই খাদ্যটি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের সুস্থতায় ভূমিকা রাখে।